শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনের উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। ২২ অক্টোবর গোসিংগা উচ্চ বিদ্যালয়ের মাঠে হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করেছেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন।
হামলার পর রাতে ছাত্রলীগের সভাপতি আল আমিন, শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযুক্তরা হলেন, গোসিংগা ইউনিয়নের ওসমান, আসাদ, সজিব, রাজিব, সাজ্জাত, মফিজুল, সহ আরো অজ্ঞাত ২০/২৫ জন উপস্থিত ছিলেন।
গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন জানান, শনিবার বিকালে গোসিংগা উচ্চ বিদ্যালয়ের মাঠে গাং চিল স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার শেষে আমার উপরে হামলা চালিয়ে আমাকে আহত করে। এক পর্যায়ে আমার জীবন বাঁচাতে ইউনিয়ন পরিষদের ভিতরে লুকিয়ে জীবনে রক্ষা পেয়েছি
ইউনিয়ন পরিষদের দরজা জানালা মধ্যে লাথি মেরে হুমকি দিয়ে এক পর্যায়ে চলে যায়।
এঘটনার পর সন্ধ্যায় গোসিংগা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হামলার প্রতিবাদে মিছিল দেওয়া হয়। গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ আশরাফুল আলম শেখ, বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মিছিল দেওয়া হয়েছে। এঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।