শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ঐতিহ্যবাহী লবল খাল দখল ও দুষণের প্রতিবাদে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর কাছে স্মরকলিপি প্রদান করেছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা।এসময় নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী,সহ সভাপতি ইঞ্জিনিয়ার শারজিল হোসেন শান্ত, সাধারন সম্পাদক খোরশেদ আলম,উপদেষ্টা রানা মাসুদ,ট্রেজারার জুবায়ের আহমেদ,সদস্য মহসিন আহমেদ ও ফয়সাল আহমেদ তুষার উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়,শ্রীপুর শিল্প অধ্যূষিত ভাওয়াল গড় বেষ্টিত উপজেলা।এখানে প্রাকৃতি জলধারের মধ্যে অন্যতম লবলং খাল।অনেক দিন থেকে নদী পরিব্রাজক দল নদী চিহ্নিতকরণ,পাড় সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও দুষণ বন্ধের দাবি জানিয়ে আসলেও এ ব্যাপারে কার্যকরি কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। এসব দাবির সাথে প্রশাসন একাত্বতা প্রকাশ করলেও এবং জাতিয় নদী রক্ষা কমিশন পরিদর্শণ করে গেলেও বর্তমানে দুখলা নামক স্থানে বৈদ্যূতিক টাওয়ার নির্মান করা হচ্ছে।
এছাড়া মিল ইন্ডাস্ট্রির দূষিত বর্জ,কেমিক্যাল মিশ্রিত পানির ফলে আবাদী জমি, জীব বৈচিত্রের ব্যাপক ক্ষতি হচ্ছে।খাল দখল করে গড়ে উঠছে বেসরকারি প্রতিষ্ঠান।এসব কর্মকান্ডের ফলে এক সময়ের লবলং খাল মানচিত্র থেকে বিলুপ্ত হওয়ার উপক্রম হয়ে পড়েছে।পরিবেশ বিনষ্ট ও বিষাক্ত সীসা মিশ্রিত বাতাসে গাজীপুরের মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহন ও খালটির অবৈধ দখল ও দুষণমুক্ত করে পূণঃখননের জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।