শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন বোনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র অবস্থায় পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ১৭ অক্টোবর দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় মোছাঃ সুজনা আক্তার বাদী হয়ে। শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, টেপির বাড়ি এলাকার সেকান্দর আলীর তিন ছেলে। রফিকুল, সোহরাব, শহিদ, আইন উদ্দিন এর ছেলে আলম,সহ অজ্ঞাত আরও ৪/৫ জন উপস্থিত ছিলেন। হামলা ও ভাংচুর ক্ষতিপূরণ প্রায় ১,৫৫,০০০/ টাকা
এবিষয়ে সুজনা আক্তার জানান, অভিযুক্তরা আমাদের জমি জমা জবর দখল সহ প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে আসছে। ১৭ অক্টোবর দুপুরে দা,লাঠি, লোহার রড,এস এস পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে। তখন খবর আমার বোন রাশিদা খাতুন ও সাহিদা আক্তার ঘটনাস্থলে এলে তাদেরকে গালাগালি সহ এলোপাথাড়িভাবে মারপিট শুরু করেন।
এক পর্যায়ে গায়ের কাপড় ছিঁড়ে বিবস্ত্র অবস্থায় শ্লীলতাহানির ঘটায়। পরে জরুরি সেবা ৯৯৯এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করেন। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, এখন আমরা সবাই চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার বোনের দুই বছরের ছেলে রিয়াদ কে ছোড়ে ফেলে আহত করেছে এঘটনার সুস্থ বিচার চাই।