বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আরো
  10. আলোচনা সভা
  11. ইসলামিক
  12. উদ্ধার
  13. কবিতা
  14. কমিটি গঠন
  15. কৃষি সংবাদ

শ্রীপুরে বহুতল ভবন থেকে নির্মাণসামগ্রী পরে এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
ঢাকার টাইম
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ

চীফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে ওপর থেকে নির্মাণসামগ্রী পরে ফাতেমা খাতুন নামে (৮), এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়ন মাওনা উত্তরপাড়া গ্রামের স্থানীয় স্বপন খানের বহুতল ভবনের নিচে এ ঘটনা ঘটে।

শিশু ফাতেমা খাতুন ময়মনসিংহের সদর কোতোয়ালি থানার চরভবানীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

জানাযায়, উপজেলার মাওনা ইউনিয়ন মাওনা উত্তরপাড়া গ্রামের স্থানীয় মো. রফিকুল ইসলাম স্বপন খানের বাড়ির ছয়তলা ভবনের নির্মাণকাজ চলছে।

নিহত শিশুটির বাবা আমিনুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে আরও দু’জনকে শিশুকে নিয়ে বহুতল ভবনের নিচে খেলা-ধুলা করছিল। এ সময় শ্রমিকেরা বহুতল ভবনের ছাদ থেকে ইটের বস্তা ভর্তি নির্মাণসামগ্রী নিচে ফেলে দেন। বস্তাটি আমার মেয়ের মাথায় পরে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে আশপাশের লোকজন আমার মেয়েকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা গেছে।’

ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার মো. হানিফ মিয়া বলেন, ‘আমি ভবন নির্মাণের কাজ করছি। কিন্তু আজ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। ভবনের ওপর থেকে মাঝেমধ্যেই ভাঙা ইটের সুরকি ফেলানো হয়। তবে আজকে ফেলানোর সময় শ্রমিকেরা দেখেননি যে নিচে শিশুরা খেলাধুলা করছিল।’

নিরাপত্তা বেষ্টনী ছাড়া বহুতল ভবনের কাজ কেন করছে?-এ প্রশ্নের জবাবে ঠিকাদার বলেন, ‘সীমানাপ্রাচীরের ভেতরে তো কাজ করছি। তাই নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি।’

এ বিষয়ে ভবনের মালিক বলেন, ‘ঘটনার পরপরই আমি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে পৌঁছানোর আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।’

আপনি তো ভবনের কাজে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী দেননি?-এ প্রশ্নের জবাবে ভবনের মালিক বলেন, ‘এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ 

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

এবার কাউনিয়ার শীতে আগাম আগমন

ব্যালন ডি’অর স্বপ্নের দলের মনোনয়নে রাইট উইংয়ে মেসি, লেফটে রোনালদো

কেমন আছো মা

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করলেন জনপ্রশাসনের সচিব

সম্পন্ন খরচ বহন করবে সরকার যক্ষা রোগীর চিকিৎসা ঔষধের

৫৩ বিজিবির সীমান্তের ৮ শতাধিক মানুষকে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

তানোরে এমপির ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান

জয়পুরহাট র‍্যাব-৫ এর অভিযানে অবৈধ ভাবে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৪

সুজানগরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট