বিশেষ প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার স্থানীয় সংবাদ কর্মী মেহেদী হাসান মোর্শেদকে মোবাইল ফোনে ঘুম ও খুনের হুমকিদাতা অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ভোলার ডিবি পুলিশ প্রথমিক ভাবে গুম ও খুনের হুমকিদাতার রেজিষ্টেশনকৃত মোবাইল নাম্বার থেকে ওই সন্ত্রাসির পরিচয় পেয়েছেন। যার ন্যাশনাল আইডি নাম্বার ১৯৬২০৯১২৯৭৬৩৫৭৬৭৪, যাতে নাম লেখা রয়েছে মোহাম্মদ জিলন,পিতা আব্দুল হক, মাতা শাহানুর বেগম, জন্ম ১০ অক্টোবর ১৯৬২, গ্রাম: চাউলতাতলী, উত্তর জয়নগর, উপজেলা: দৌলতখান, জেলা: ভোলা। তবে এখন পর্যন্ত ওই সন্ত্রাসি গ্রেফতার না হওয়ায় সাংবাদিক মোর্শেদের পরিবার আতংকে রয়েছেন।