সুজন তানোর ( রাজশাহী) প্রতিনিধিঃ
চলতি বছর সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজশাহীর তানোর উপজেলা প্রত্যান্ত গ্রাম কচুয়ার জান্নাতুল ফেরদৌস অন্তরা। সে কচুয়া গ্রামের আবদুল হামিদের মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। অন্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে একজন ছিলেন।গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে অন্তরা উত্তীর্ণ হয়।গ্রামের কৃষকের মেয়ে অন্তরার এ কৃতিত্বে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, অন্তরার এ সাফল্যে তারা খুশি। অন্তরা ছোট থেকেই মেধাবী ছিলো।অন্তরার দুলাভাই মো. ইমামুল হক জানান, গ্রামের কচুয়া উচ্চ বিদ্যালয় থেকে অন্তরা এসএসসি এবং তানোর আবদুল করিম সরকার ডিগ্রি কলেজ থেকে এএইচএসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। অন্তরার বড় তিন বোনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অন্তরা সকলের দোয়া প্রার্থী।