ক্রিড়া প্রতিনিধি -ঃ
অষ্ট্রেলিয়া অনুষ্ঠিত হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্ব কাপ
চুড়ান্তপর্বের এ প্রথম খেলার আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।
আর প্রথম দিনেই রেকর্ড গড়েছেন কিউই পেসার টিম সাউদি। পেছনে ফেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসানকে।
আজকের ম্যাচের আগে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানে ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। এদিন সাকিবকে ছাড়িয়ে যান সাউদি। ম্যাচের আগে সাকিব ও সাউদি ১২২ উইকেট নিয়ে পাশাপাশি অবস্থানে ছিলেন।অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউদি তুলে নেন তিন উইকেট। এতে করে তিনি ১২৫ উইকেট নিয়ে ওঠে গেলেন সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থানে।
এ-র আগে একটা বছর এ জায়গা দখল করে ছিলেন সাকিব
এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি সব চেয়ে বেশি ৫ উইকেট শিকারি তালিকা ঃ –
১. টিম সাউদি (নিউজিল্যান্ড) ১২৫ উইকেট।
২. সাকিব আল হাসান (বাংলাদেশ) ১২২ উইকেট।৩. রশিদ খান (আফগানিস্তান) ১১৮ উইকেট।
৪. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ১০৭ উইকেট।৫. ইশ সোধি (নিউজিল্যান্ড) ১০৩ উইকেট।