নাজির হোসেন কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামের আঃ হান্নানের ছেলে গরু ব্যাবসায়ী আবুল কালাম আবাদের হাট থেকে গরু কেনাবেচা করে বাড়ি ফেরারপথে সন্ধার সময় মাধবকাটি-আখড়াখোলার মধ্যবর্তী বলাডাঙ্গা কালবার্ট নামক এলাকায় পৌছালে ছিনতাইকারী চক্র তাকে পথরোধ করে চেতনানাশক স্প্রে করে তার কাছে থাকা ২ লক্ষাধিক টাকা কেড়ে নিয়ে তাকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়, এসময় চলতি পথে এক ভ্যান ওয়ালা আবুল কালামকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাতক্ষনিক তার সু চিকতসার জন্য ভ্যানযোগে আখড়াখোলা বাজারে গ্রাম্য চিকিতসক শরিফুলের চেম্বারে নিয়ে আসে, মুহুর্তেই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে বলে জানা গেছে, এলাকাবাসীরা জানান এ চক্র টি গরু ব্যাবসায়ী সহ বড় বড় ব্যাবসায়ী দের তার্গেট করে একের পর এক এভাবেই অনেকের নিকট থেকে সর্বস্ব লুটে নিয়ে পথে বসিয়েছে অনেককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এ অবস্হা ছিনতাইকারীদের কবল থেকে পরিত্রান পেতে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতাই আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা।