মোছাঃ শারমিন আক্তার বগুড়া জেলা বিশেষ প্রতিনিধি,
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেল অভিযান চালিয়ে (২০) পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ রাকিবুল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
জানা যায়, রাকিবুল উপজেলার সান্তাহারে নিজ ঔষধ ফার্মেসী দোকানে নেশা জাতীয় (মাদক) টাপেন্টাডল বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফার্মেসীতে বিশেষ অভিযান চালিয়ে ওই পরিমাণ টাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম সান্তাহার ইউনিয়নের ছাতনী এলাকার আমিনুল হকের ছেলে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পেরন করা হয়েছে।