হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে এক দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এবং ডিজিটাল অলিম্পিয়াড উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা চত্বরে মেলা উপলক্ষে বসা ২০টি স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহা. রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাপলা খাতুন, মৎস্য অফিসার রোজিনা পারভীন, প্রকল্প বাস্তবায়ন অফিসার খাদিজা খাতুন, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।