সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আলহাজ্ব গোলাম হাফিজ নাসিম।
উল্লেখিত গত ৩ সেপ্টেম্বর উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।