মাহফুজ নয়ন; রাজশাহী বিশ্ববিদ্যালয়:
আজ ৩১ মার্চ (রোজ শুক্রবার) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়
সাভার/ধামরাই থেকে আগত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠেনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. নুরুল ইসলাম।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান, প্রফেসর ইলিয়াস হোসেন, প্রিন্সিপাল, শহীদ কামারুজ্জান ডিগ্রি কলেজ অনুষ্ঠানের এক পর্যায়ে ২০২৩-২৪ খ্রিষ্টাব্দের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো: সাজ্জাদ হোসেন অর্ণব ও সাধারণ সম্পাদক হিসেবে মারিয়া বিনতে মতিন ইশানা’র নাম ঘোষণা করা হয়। কমিটিতে মামুনুর শিকদার অর্ক ও মো: আশিকুল ইসলাম বিপ্লবকে সহ-সভাপতি, ও মোঃ নূর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়।এছাড়াও আতিক হাসান সাংগঠনিক সম্পাদক ও ফারহান মেহবুব সহ-সাংগঠনিক সম্পাদক, রিয়াদ হোসেন দপ্তর সম্পাদক এবং ইয়াসির আরাফাত সহ-দপ্তর সম্পাদক হিসেবে কমিটিতে জায়গা পেয়েছেন।
কোষাধ্যক্ষ মো: সুরুজ শেখ ও সহ-কোষাধ্যক্ষ সাদিয়া সানজানা, প্রচার সম্পাদক বায়জীদ ইসলাম এবং মাজহারুল ইসলাম রুদ্র সহকারী প্রচার সম্পাদক, মো: রকিবুল হাসান আপ্যায়ন সম্পাদক এবং জাহিদ হাসান সাব্বির সহ-আপ্যায়ন সম্পাদক, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম এবং সহকারী ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ফারহানা পারভীন লুবা ও তাসনিম সেতু, কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক দিগন্ত সুত্রধর ও সহ-কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক আলমগীর হোসাইন রানা ও নূর আহসান মৃদুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিয়াম হোসাইন এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা হৃদি ও তানিম সহ মোট ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় যার মেয়াদ আগামী বছর মার্চ মাস পর্যন্ত কার্যকর থাকবে।