আমিনুল হক বাবু , শাহজাদপুর উপজেলা (সিরাজগঞ্জ )প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান আলী প্রামানিক নামের ৬০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার কায়েমপুর ইউনিয়নের চরআঙ্গারু গ্রামের পূর্বপাড়ার মৃত ফয়জাল প্রাং এর ছেলে।
শনিবার (২৭মে) সকাল সাড়ে নয়টায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। এসম সময় নিহত সুলতান প্রামানিক চর আঙ্গারু উত্তরপাড়া মাঠে মোজাম্মেল হকের ধান ক্ষেতে দিন মজুর হিসাবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, তারা নিহত সুলতান প্রাং সহ মোট ছয়জন মাঠে ধান কাটছিলেন। বৃষ্টি শুরু হওয়ায় সবাই ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা হন। সুলতান প্রামানিক সবার পিছনে ছিলেন। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ এবং এস আই মহা আলম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মৃধা ,বজ্রপাতে নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য গত বুধবার শাহজাদপুর উপজেলার রূপবাটী ইউনিয়নের বিন্নদারি গ্রামে ধান কাটার সময় পরিমল নামের আরো একজন বজ্রপাতে নিহত হন ।