সাথী সুলতানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মীর আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস এর আয়োজনেন হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসায় চত্বরে হজ প্রশিক্ষণ ও হাজী সমাবেশে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে ও মীর আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস এর পরিচালক আলহাজ্ব আব্দুল্লাহেল সাফি পরিচালনায় এ হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী সমাবেশের মীর আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আরিফুল ইসলাম (লিটন) বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সলঙ্গা থানার ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসায় এলাকার হাজীদের নিয়ে নবাগত হজ¦যাত্রীদের হজ্জ বিষয় প্রশিক্ষণ ও হাজী সমাবেশ করছি। এ সময় হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব আব্দুল্লাহেল সাফি বলেন, হজ্জ যাত্রীদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস কাজ করে যাচ্ছে।
উক্ত হাজী সমাবেশে আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস মাধ্যমে হজ্জ পলন করে আসা বেস কয়েক জন হাজী বলে, আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস মাধ্যমে হজ্জ করতে গিয়ে আমাদের কোথাও কনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি, এমনকি আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস মাধ্যমে আমরা হজ্জ করতে পেরে মুগ্ধ। যোগাযোগ মো: মারুফ হাসান সাকিল, মেনেজিং ডেরেক্ট্রর, মীর আমেনা ট্টাভেলস্ এন্ড ট্যুরস।