সাথী সুলতানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ জনাব মোঃ জাকেরিয়া হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ ইশানুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৫/১১/২০২২খ্রিঃ ০৪.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে আসামী ১। মোঃ রবিউল মিয়া(২২), পিতা- ইছাক মিয়া, মাতা- মিনোরা বেগম, সাং- দক্ষিণ প্রতাপপুর, থানা-চৌদ্দগ্রাম জেলা-কুমিল্লা এর হেফাজত হইতে জব্দকৃত ০৪(চার) কেজি গাঁজা’সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।