মোঃ নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদে ২নং ওর্য়াডে সদস্য পদে জয়ী হয়েছে একরামুল হক। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এই ওয়ার্ডে সবমিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন প্রার্থী। এরমধ্যে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হক টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ ভোট।
এছাড়াও উল্লেখিত কেন্দ্রে গাজী ফজলুর রহমান খান তালা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২ ভোট ও আরাফাত রহমান খান অটোরিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট।
কেন্দ্রটিতে সর্বমোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।
পৌর শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক খালেদ মোশাররফ শাওন পেয়েছে ০ ভোট। তিনি হাতি মার্কা নিয়ে নির্বাচন করছে।
এক মেম্বার বলেন জন প্রতিনিধি হলেও এই প্রথম ইভিএম প্রদান করলাম। তাতে খুব ভালো লেগেছে। তিনি আরো জানান সুষ্ঠ ভাবে ভোট হয়েছে। পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনী কাজ করেছে।