মোঃ লিটন সরকার, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জ উল্লাপাড়া স্রীখোলার মোড় আঞ্চলিক মহাসড়ক এর পাশে ও জুথী ম্যাডাম এর বাসার পাশেই ভাংগুড়ী দোকান এর আড়ালে লাইসেন্স ছাড়াই এলপি সিলিন্ডার গ্যাস মজুদ করে অবাধে বিক্রি করছে স্থানীয় অসাধু ব্যবসায়ী আলামিন।
গত শনিবার ১ এপ্রিল ২০২৩ ইং সরেজমিনে গিয়ে জানা যায় ব্যাবসায়ী আলামিন বলেন আমি আমার ভাংগুড়ী ব্যাবসার পাশাপাশি এলপি সিলিন্ডার গ্যাস বিক্রি করি। এর আবার লাইসেন্স করতে হবে আমি জানি না। আর আমাকে কেনো অনেক দোকানেই বিক্রি করে তাদেরকে বলেন। তারা লাইসেন্স করলে আমিও করবো আর আমার দোকানের অল্প মালের জন্য কোনো লাইসেন্স করতে হবে না আপনারা যা-পারেন করেন।
এদিকে ভাংগুড়ী ব্যাবসার আড়ালে আলামিন অনেক চোরাইকৃত মালও ক্রয় বিক্রিয় করেন এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে আঞ্চলিক মহাসড়ক এর পাশে এই অবৈধ এলপি সিলিন্ডার গ্যাস বিক্রিতে যে কোন সময়ে বড় আকারের দূর্ঘটনাও ঘটার সম্ভবনাও রয়েছে। তাই লাইসেন্স বিহীন এই অসাধু ব্যাবসায়ী আলামিনকে সরকারি নিয়মনীতি না মানার অপরাধে অভিযুক্ত করে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে আইনের আওতায় এনে শাস্তি দিতে এলাকার সচেতন নাগরিকগন সংশ্লিষ্ট দপ্তরের ও প্রসাশনের সু-দৃস্টি কামনা করেন।