এস.এম.রুহুল তাড়াশী
স্টাফ রিপোর্টার
১০/০৮/২০২৩ইং রোজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নব-নির্বাচিত তাড়াশ পৌরসভার মেয়র, সাধারন আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির অত্র শপথ বাক্য পাঠ করান ।
এ সময় শপথ বাক্য পাঠ করে শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত মেয়র মোঃ আব্দুর রাজ্জাক , ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোসলিম উদ্দিন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রব্বেল হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাবু তালুকদার , ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামীম সরকার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মওদুদ আহমেদ মানিক, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাসিনুর রহমান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম খোকন, সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা রুপা , ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন খাতুন, ৬,৭,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা : ফাতেমা খাতুন।
এসময় সিরাজগঞ্জের তাড়াশ থেকে আগত বিপুল সংখ্যক অনুসারীরা এবং শুভাকাঙ্ক্ষীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থান করেন।
এর আগে গত ২৬ শে জুলাই নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামে গেজেট প্রকাশিত হয়।