মন্টু দাশ, ব্যুরো প্রধান, সিলেট।
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সিলেট বিভাগীয় পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
৬ এপ্রিল (বৃহস্পতিবার) সিলেটের’আমানউল্লাহ কনভেনশন হলে’ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেইন সুমন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ সিলেট জেলা বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট বিভাগের তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।