এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগর থানা পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী কে ইয়াবা সহ আটক করা হয়েছে। বুধবার রাতে পাবনার সুজানগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে উপজেলার সৈয়দ পুর মিয়া পাড়া গ্রামের মৃত আরজান আলী শেখের ছেলে ইব্রাহিম (৩৬),নুর উদ্দিন পুর গ্রামের শওকত শেখের ছেলে জাকারিয়া (৪০),ভাদুরভাগ গ্রামের হাতেম শেখের ছেলে আরিফ (৩৩) কে ৯৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায়, সুজানগর থানা কে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানে হাটখালী ইউনিয়নের সৈয়দ পুর গ্রামের পাকা সড়কের উপর থেকে ইয়াবা সহ ৩ জন কে গ্রেফতার করা হয়। ইতিপূর্বে ইব্রাহিম এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।