এম মনিরুজ্জামান, পাবনা প্রতিনিধিঃ
উপজেলা প্রশাসনের আয়োজনে,৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে । সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন, প্রধান অতিথি পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মাদ নাছিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন প্রমুখ।