এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগরে তথাকথিত বিবাহ রেজিস্ট্রার (কাজী) আরিফ বিল্লাহ কে বাল্য বিবাহের অভিযোগে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর পৌরসভার ভবানীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন এলাকার একটি বাসা বাড়ি থেকে বাল্য বিবাহের সময় থানা পুলিশ হাতে নাতে তাকে আটক করেছে।আরিফ বিল্লাহ ভায়না ইউনিয়নের মথুরা পুর গ্রামের ইসমাইল মাস্টারের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তথাকথিত বিবাহ রেজিস্ট্রার আরিফ বিল্লাহ কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১:৩৫ ঘটিকায় ভবানীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন বাসা থেকে বাল্য বিবাহের সময় আরিফ বিল্লাহ কে আটক করা হয়।