এম মনিরুজ্জামান,পাবনা প্রতিনিধিঃ
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে,
সামাজিক নিরাপত্তা কর্মসূচি জি-টু-পি পদ্ধতিতে বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জি-টু-পি পদ্ধতিতে বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। প্রধান আলোচক ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মাদ নাছিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, শফিউল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।