এম মনিরুজ্জামান, পাবনা:
উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে,সিসিডিবি-সিপিআরপির সহযোগিতায় মাদক বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া বাজারের প্রধান সড়কে মাদক বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতবাড়িয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু। সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডীর সভাপতিত্বে ও প্রোগাম অফিসার আলফ্রেড ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব সরকার,হাসিব হাসান, ইউপি সদস্য হাসিনা খাতুন, উপজেলা সভানেত্রী হেলালী খাতুন,সিসিডিবির হিসাবরক্ষণ কর্মকর্তা ডেভিট লিটন দাস,প্রশিক্ষক মাসুমা ফেরদৌস প্রমুখ।