প্রভাষক জাহিদ হাসান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামে ৪ জুন, রবিবার সকালে পূর্বশত্রুতার জেরে মোক্তার মিয়া (১৫) কে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে খুন করেছে তার আপন মামা আজিদ আলী (২৬)! জানা যায়, ঘাতক আজিদ আলী কাঠালখাইড় গ্রামের মাহির উল্লাহর ছেলে। আর নিহত মোক্তার সিলেট জেলার ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। মোক্তার জন্মলগ্ন থেকেই কাঠালখাইড় গ্রামে তার নানা বাড়ীতে বসবাস করত। এই ঘটনায় ঘাতক আজিদ আলীকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মোক্তারের মা তার কিশোর ছেলে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চান। এলাকাবাসী কিশোর মোক্তার হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান।