সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ সহ বিশ্ব ব্যাপী সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ পালিত হয়েছে৷
আজ বুধবার (৩ মে) বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পৌরবিপনীর সামনের মাঠ থেকে র্যালী শুরু হয় এবং সদর থানার সামনের রাস্তায় গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম. মাহফুজুর রহমান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাজুল ইসলাম তারেকের সঞ্চালনায় উক্ত র্যালী ও আলোচনা সভায় সারা দেশের ন্যয় সুনামগঞ্জে পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি অরুণ চক্রবর্তী, সহ সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল, সাংগঠনিক সম্পাদক হাকীম আফতাব উদ্দিন,
আরো যারা উপস্থিত ছিলেন
প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতিয়াজ সুমন , অর্থ সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী হাসান, হাওর বার্তার নিজস্ব প্রতিনিধি জাহিদুর রহমান নয়ন প্রমূখ
সভাপতি এম.মাহফুজুর রহমান সজীব বলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ পালন করা হচ্ছে । তিনি আরো বলেন বাংলাদেশ সহ যে কোনো জায়গায় নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে, জনগণের সেই ক্ষমতা থাকতে হবে যেন তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের নিজস্ব সরকার বেছে নিতে পারে।
তাদের সংবাদমাধ্যম সংশ্লিষ্ট মানদণ্ডগুলো হলো:১. সুস্থ সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষিত এবং রাজনৈতিক বা অর্থনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত।২. গণমাধ্যম সরকারের সমালোচনা করতে পারে।৩. অন্যদের অসত্য বিবৃতি পুনরুৎপাদনের জন্য গণমাধ্যমকে দায়ী করা হয় না।৪. মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে, জনসাধারণের মধ্যে বিতর্ককে দমিয়ে রাখতে বা সরকারের সমালোচনার কণ্ঠরোধে মানহানির দাবি ব্যবহার করা হয় না।৫. সাংবাদিকেরা হয়রানি ও সহিংসতা থেকে সুরক্ষিত।
আমি খুব আশা করি যে নির্বাচনের মৌসুম এবং তারপরেও এই পাঁচটি মূলনীতি সমুন্নত রাখা হবে।আমি দুটি শেষ কথা দিয়ে ইতি টানতে চাই:
প্রথমত, স্বাধীন সংবাদমাধ্যমকে রক্ষা করা এবং ভয়, হয়রানি বা নিয়ন্ত্রণ ছাড়াই সাংবাদিকদের সত্য অনুসন্ধান ও সেটি রিপোর্ট করার সুযোগ করে দেওয়া আমাদের সবার কর্তব্য।
দ্বিতীয়ত, ন্যায়ভিত্তিক ও অবাধ গণতন্ত্রের অন্যতম প্রধান উপাদান স্বাধীন গণমাধ্যম।