সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেট-সুনামগঞ্জ সড়কের দামোধরতপী-নোয়াগাঁও এর মধ্যবর্তী খানাখন্দ এড়িয়ে যেতে সিলেট টু দিরাইগামী গেটলক গাড়ি (চট্র মেট্রো ক ১১০৫৪৮)পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ১ যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম নাম টিটু মিয়া (৩০)। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার বেলা ১১ টার দিকে সিলেট দিরাই যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস সিলেট সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী এলাকায় সড়কের মধ্যে একটি গর্ত এড়িয়ে যেতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, সড়কে খানাখন্দ এড়িয়ে যেতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায় এসময় একজনের মৃত্যু হয়েছে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বাসটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।