ইয়াছিন শরীফ অনিক,
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আযহা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পশুরহাট ইজারাদারদের সাথে বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১১ ঘটিকার (১৪/০৬/২০২৩ইং) সময় সোনাইমুড়ী আনোয়ারা কমিউনিটি সেন্টারে সোনাইমুড়ী থানার আয়োজনে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, এসআই শাহ আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস বলেন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুুত রয়েছেন। তিনি আরও বলেন,ঈদুল আযহা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে গবাদি পশু ক্রয়-বিক্রয় ও পরিবহন চলাচল স্বাভাবিক রাখা, জাল নোটের ব্যবহার রোধ, পুলিশের মানি স্কট সার্ভিস এবং পশুহাটের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে,বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার, ইজারাদারদের আচরণ, বাজারে শৃঙ্খলা, বিশৃঙ্খলা কারীদের বিষয়ে কঠোর ব্যবস্থা, বেসরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে করনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান সোনাইমুড়ী বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার কাউন্সিলর হাফেজ আবু বক্কর সিদ্দিক দুলাল ও কাউন্সিলর জাকির হোসেন লাতু, সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মাওলা, বারগাঁও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বিএসসি, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন ভূঁইয়া, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি ইয়াছিন শরীফ অনিক সহ সোনাইমুড়ী উপজেলার জনপ্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, পশুর হাট ইজারাদার, সাথে বিট পুলিশ, সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।