ইয়াছিন শরীফ অনিক,
নোয়াখালী প্রতিনিধিঃ উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্যে সোনাইমুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবিবের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল প্রমুখ।