ইয়াছিন শরীফ অনিক প্রতিনিধিঃ
নোয়াখালী প্রতিনিধিঃ “সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউপির ডিলারের বিরুদ্ধে নেয্যমুল্যে কার্ড অনলাইন করতে টাকা নেওয়া অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হতোদরিদ্রের জন্য ১০ টাকা নেয্যমুল্যে কার্ড ব্যবস্থা করেছেন সরকার। কিন্তু নাটেরশ্বর ইউনিয়ন বাসিন্দারা নেয্যমুল্যে কার্ড করতে গেলে প্রত্যেক কার্ড দারির থেকে অনলাইন করার কথা বলে ৩২০ টাকা করে নেয় ডিলার মোঃ খারুল কবির মিন্টু। নাটেশর ইউপির ৪,৫,৬ নং ওয়ার্ডে বাসিন্দারা এ বিষয় ব্যবস্থা নিতে ভুক্তভোগী ইমাম হোসেন, বাহার, রফিক, টিটন, শারাফত উল্লা, নুরের জামান, মোঃ জাহাঙ্গীর, কবির, হোছনেরারা, পেয়ারা বেগম এর স্বাক্ষয়ীত অভিযোগ সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়ের করেন।
সোনাইমুড়ী উপজেলা খাদ্য অফিসার খোরশেদ আলম জানান, এ অভিযোগের বেপারে আমি জানি না। কি অভিযোগ দিয়েছে ইউএনও স্যার থেকে জানার পর বলতে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন জানান , অভিযোগ পেয়ে তদন্ত কমটি করে দিয়েছি। তদন্তে টাকা নেওয়া প্রমানিত হলে খাদ্য মন্ত্রণালয় নিদের্শনা মতে তাদের ডিলার শিপ বাতিল করা হবে।