হানিফ রানা,সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিন’র ২৫ বছর পূর্তি উপলক্ষে সোনাইমুড়ীতে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় তাজমহল রেস্তুরায় ২য় তলায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কেটে আয়োজন করা হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, লেখক ও সাংবাদিক ফারুক আল ফয়সাল এর সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিন সোনাইমুড়ী প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল হক, মানবজমিনের চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি মোঃ আবু শাহেদ, সোনাইমুড়ী পৌরসভার কাউন্সিলর মোঃ খোকন, দৈনিক নবচেতনা প্রতিনিধি মাকসুদ আলম, খোলা কাগজ প্রতিনিধি সৈয়দ মোঃ শহীদুল ইসলাম, দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাঈম, নতুন সময় প্রতিনিধি মাহমুদ খান আফ্রিদি, দৈনিক ভোরের কন্ঠ ব্যুরোচীফ ইয়াছিন শরীফ অনিক, দুর্নীতির সন্ধানে প্রতিনিধি মনির হোসেন, এমএইচ টুয়েন্টিফোর টিভির সম্পাদক ও বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মাহবুবুল হাসান, দৈনিক গণতদন্তের প্রতিনিধি নুর মোহাম্মদ সবুজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, অন্যদিগন্তের স্টাফ রিপোর্টার আলাউদ্দিন লিটন, গ্লোবাল টিভির সোনাইমুড়ী চাটখিল প্রতিনিধি হোসাইন মাহামুদ, ঢাকার টাইম ও গড়ব বাংলাদেশ প্রতিনিধি হানিফ রানা, মিজানুর রহমান, ফারুক সিদ্দিকী সহ মানবজমিনের পাঠক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মাওলানা মোঃ ইসমাইল হোসেন। পরে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরীর দীর্ঘায়ু কামনাসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আইনুল ইসলাম।অনুষ্ঠানের শেষে কেক কাটার মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।