নিজস্ব প্রতিবেদক :
৩ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সন্মেলন উপলক্ষে শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা আলহাজ্ব গোলাম হাফিজ নাসিম, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপদেষ্টা আলহাজ্ব আবুল হোসেন রতন , বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান স্বপন এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন।
দীর্ঘ ২৫ বৎসর পর সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে।
সম্মেলনে আবুল হাসনাত সভাপতি ও আব্দুল হাই ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এরই মধ্যে ২০০৪ সালে আবুল হাসনাত ও ২০১৪ সালে আব্দুল হাই ভুঁইয়া মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান কালাম।
উক্ত সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি,এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।সহ-সভাপতি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে নির্বাচিত করেন।