নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার (৭ জুন) বিকেল ৪ টায় সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটরিয়ামে ৭১ সদস্যবিশিষ্ট সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নামের তালিকা ঘোষণা করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। যেখানে সহ-সভাপতি মনোনীত হলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জহিরুল হক।
এদিকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে জহিরুল হক কে সহ-সভাপতি মনোনীত হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।
তৃণমূল নেতা-কর্মীরা গণমাধ্যমকে বলেন, ‘তিনি বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। যোগ্য নেতার যোগ্য স্থান। তিনি আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বহু হামলা, মামলা, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও আন্দোলন থেকে পিছপা হননি, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে ভালবেসে দলের পাশে থেকে গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি রাজপথের একজন পরীক্ষিত সৈনিক, দলের প্রতি নিবেদিত প্রাণ, দক্ষ ও যোগ্য। দলের দুঃসময়ে যারা সময় ও শ্রম দিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি সিনিয়র-জুনিয়র সকল নেতা-কর্মীকে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান করেন এবং সকলে তার কাছ থেকে মূল্যায়ণ পান। তিনি ভদ্র ও বিনয়ী তাই সকলে তার ব্যবহারে সন্তুষ্ট। তাকে এ পদে দেখে আমরা খুঁশি ও আনন্দিত। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাথে জহিরুল হক ভাই সম্পৃক্ত থাকলে দল আরো শক্তিশালী ও সংগঠিত হবার পাশাপাশি তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ণ বাড়বে এবং আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা আরো বাড়বে বলে আমরা মনে করি। আমরা তাকে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি’।