মোঃ নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
রংপুর বিএনপি এর সমাবেশের কারণে বাস বন্ধ থাকার পর শনিবার (৩০-১০-২২) কড্ডার মোর বাস ট্রার্মিনাল থেকে সকাল ৮ ঘটিকায় সময় বেলকুচি থেকে অপুরুপা বাস সহ নিউ পিংকি, আর বি বেশ কয়েকটি বাস ছেড়ে যায়।
যাতে প্রতিদিনের চেয়ে আজ যাত্রীর চাপ অনেক বেশি ছিল। যাত্রীর চাপ বেশি থাকলে ও ভাড়া বেশি নেওয়া হয় নি বলে জানিয়েছেন।
রংপুর গামী এক যাত্রীর সাথে কথা বলে জানা যায় যে রংপুর বিএনপির সমাবেশের কারণে বাস বন্ধ থাকায় তাদের ভোগান্তিতে পরতে হয়েছে। কিছু মালের ওর্ডার থাকার পর ও ঠিক সময়ে মাল দিতে না পারায় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে বাস চলাচল করার পর তাদের একটু হলে ও স্বস্তি মিলেছে।
কড্ডার মোরের মোঃ ইউসূফ আলী (৫০) নামের এক বাস মাস্টারের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের চেয়ে সমাবেশর পর আজ ও যাত্রীর সংকট ছিল। কিছু বাস ঢাকা থেকে ও বেলকুচি থেকে ছেলে গেলে ও ক্ষতির সম্মুখীন হতে হবে।
আর রংপুরগামী বাহন নামের একটা বাস ছেড়ে গেলে দেখা যায় কড্ডার মোর থেকে মাত্র ২৩ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে রংপুর এর উদ্দেশ্যে ছেড়ে যায়।