মোঃ নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের (০৬ মাচ্) রোজ সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৯ টি ওর্য়াডের কাউন্সিলরা ভোট দিয়ে সাইদুল ইসলাম রাজাকে বিপুল সংখ্যক ভোটে (ছাতা) মার্কাকে সভাপতি পদে জয় যুক্ত করেন। আর সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ৩য় বারের মত মো: নবীদুল ইসলাম (মোরগ) নির্বাচিত হয়।
প্রধান বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ, কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। সভায় সভাপতিত্ব করেন মোঃ আজিজ মন্ডল, সভাপতি ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল।
সকালে দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।