জাহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
২৪ (জুলাই) সোমবার মুশকিল কোশা, গঞ্জে শাফা,সাইফুল আদব,বে-নিয়াজ হায়াতে কলন্দর শহীদ সুফী মাওলানা হযরত বাবা সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর প্রধান খলিফা হযরত বাবা আব্দুল গণি শাহ্ চিশতী (রঃ) এর ৭ম বার্ষিক ওরশ মোবারক। হযরত বাবা আব্দুল গণি শাহ্ চিশতী (রঃ) এর গোলাপনগর (শিশু বাগান) দরবার শরীফ, ভেড়ামারা, কুষ্টিয়া ১২,১৩,ও ১৪ই শ্রাবণ ১৪৩০ বাংলা, ২৭,২৮ও ২৯ শে জুলাই ২০২৩ ইং বৃহস্পতি, শুক্র ও শনিবার আশেকান হযরত বাবা আব্দুল গণি শাহ্ চিশতী (রঃ) এর দরবারে সকলে দুনিয়ার সমস্ত মোহ-মায়া ভুলিয়া পবিত্র ওরশ শরীফে শরীক হইয়া দ্বীন ও দুনিয়ার অশেষ ফায়েজ ও বরকত হাসেল করুন। বাবা মন্টু শাহ্ বলেন আমার পাশ্ববর্তী পীর ভাই, বোন আশেকান খাজা বাবার যাহারা আছেন তারা দলে দলে যোগ দান করুন এবং অশেষ ছওয়াবের ভাগী হউন।বাবা মন্টু শাহ্ আরও বলেন আমি সবার মঙ্গলকামনা করি এবং জানা গেছে দেশ-বিদেশ আশেকান ভক্ত বৃন্দ সহ সবাইকে (আমন্ত্রণ) আমন্ত্রণে শাহ্ সূফী হযরত মাওলানা খাজা বাবার গণি শাহ্ চিশতী (রঃ) দরবার শরীফ খাদেম বাবা মন্টু শাহ্ এবং মো: আমজাদ হোসেন (সভাপতি) হযরত বাবা আব্দুল গণি শাহ্ চিশতী (রঃ) এর দরবার শরীফ পরিচালনা কমিটি এবং বেনজীর আহমেদ বেনু (সাধারণ সম্পাদক) হযরত বাবা আব্দুল গণি শাহ্ চিশতী (রঃ) এর দরবার শরীফ পরিচালনা কমিটি।। — জাহিদুল ইসলাম, খুলনা বিভাগ, মোবাইল নাম্বার: – ০১৭২৩-৪৪৬৬৪২