দিনাজপুর জেলা প্রতিনিধি মোছাঃ চামেলী খাতুনের তথ্য চিত্রের নিউজ ডেক্সঃ
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট গ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে মোঃ মুশফিকুর রহমান এর দুটি খাড়া টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।ঘরের মধ্যে থাকা ফ্রিজ টিভি খাট শোকেস ড্রেসিং টেবিল চাল ডাল কাঁচা বাজার সহ ঘরের ঘরের দরজা-জানালা তালা বর্গা এবং যাবতীয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তারা এক বেলা ১ বেলা ভাত খাবে সেই সস্বল টুকুও নেই। পাড়া প্রতিবেশীদের বাড়ীতে চায়ে খেয়ে অতিকষ্টে দিনাপাত করতেছে। তাহাদের এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে মুশফিকুর রহমান সহ তার পরিবার আর্থিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করেন।