মোঃহাবিবুর রহমান (হাবিব)রংপুর পীরগাছা প্রতিনিধি-ঃ
‘হামার পীরগাছা’ গ্রুপের সদস্যদের মাধ্যমে রংপুর জেলার এএসপি (সি-সার্কেল) আশরাফুল আলম পলাশের সহযোগিতায় একটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে পীরগাছার কৈকুড়ী ইউনিয়নের বকশির দীঘি বাজারস্থ রামচন্দ্রপাড়া গ্রামে মৃত ফকির প্রামানিকের ছেলে আবুল মিয়াকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।আবুল মিয়ার সম্পর্কে জানা যায়, তিনি প্রায় ১৮বছর ধরে পারকিনসন ডিজিজ রোগে ভূগছেন। স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। অন্যের সাহায্য নিয়ে তাকে চলাফেরা করতে হতো।এ বিষয়ে “হামার পীরগাছা” গ্রুপের এডমিন বেলাল হোসেন বলেন, রংপুর এএসপি (সি-সার্কেল) স্যারের কাছে আবুল মিয়ার বিষয়ে জানালে তিনি একটি হুইল চেয়ার ম্যানেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাই তিনি আজ তাকে একটি হুইল চেয়ার দিলেন। আমরা স্যারের সুস্থতা কামনা করি। “হামার পীরগাছা” গ্রুপের আরেক এডমিন হাফেজ ফুয়াদ শাহরিয়ার বলেন, তাদের “হামার পীরগাছা” গ্রুপ ২০১৯ সালে যাত্রা শুরু করে। এখন তাদের গ্রুপের সদস্য সংখ্যা ৩২হাজার। সেই গ্রুপে আমরা পীরগাছা সহ সারাদেশের সমস্যাগুলো তুলে ধরি। “হামার পীরগাছা” গ্রুপের মাধ্যমে মসজিদ,মাদরাসায় টিউবওয়েল, অজুখানা নির্মাণ সহ হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে থাকে।রংপুর জেলার এএসপি (সি-সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, “হামার পীরগাছা” গ্রুপে আমি দেখেছিলাম তারা বিভিন্ন শিশু বা অসুস্থ লোকদের হুইল চেয়ার দিচ্ছে। আমি তাদেরকে বলেছিলাম যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না বা পৃথিবীটাকে দেখতে পাচ্ছে না। যদি এমন লোক থাকে তাহলে সাহায্য সহযোগিতার কথা জানিয়েছিলাম। আজ তাদের মাধ্যমে একটি হুইল চেয়ার দিতে পেরেছি। আমাদের উচিত যে যার অবস্থান থেকে অসুস্থ মানুষদের সহযোগিতা করা। পরে আবুল মিয়া ও তার স্ত্রী ফিরোজা বেগম রংপুর জেলার এএসপি (সি-সার্কেল) ও “হামার পীরগাছা” গ্রুপের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন শিখা রক্তদান ফাউন্ডেশনের
যুগ্ম-সাধারণ সম্পাদক,ও দৈনিক যুগান্তর পীরগাছা প্রতিনিধি মোঃএকরামুল হক(সাংবাদিক)সহ উদীয়মান তরুন সমাজ সেবক শারেখ খন্দকার জয়, মোরশেদ আলম ও মেরাজ সরকার সহ অনেকে।