আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের “চিকিৎসা বিষয়ক সচিব” এবং হোমিও পেশাজীবি সমিতি (হোপেস) বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)
কক্সবাজার জেলার পেকুয়া চৌমুহনী পেকুয়া উপজেলার সনামধন্য হোমিওপ্যাথি ডাঃ মোহাম্মদ হেলাল উদ্দিন শেখ,চেম্বার আল মক্কা হোমিও হল কে,
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগের চিকিৎসক প্রতিনিধি হাকিম এ কে এম ফজলুল হক,চট্টগ্রাম লালদিঘির পশ্চিম পাশ্বে,বাটা শু রুমের পাশে ছিদ্দিক পাইলস কেয়ারের প্রোপাইটর।
চিকিৎসা পেশা বন্ধ করে দিতে বলা, থানায় নিয়ে যাওয়া (মিথ্যা মামলা দায়েরের হুমকি),অশালীন আচরণ (তুই /তুকারি) এবং দেখে নিবে বলে (প্রাণ নাশের হুমকি) মুলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও জানমালের নিরাপত্তা চাই।
বিস্তারিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের উন্নয়ন এবং হোমিও চিকিৎসকদের নামের শুরুতে ডাক্তার পদবী লেখার অধিকার আদায়ের লক্ষ্যে আমি বেশ কিছুদিন যাবৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বরাবর স্মারক লিপি প্রদান সরকারি বিভিন্ন দফতরে লেখালেখি, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন, বিভিন্ন জাতীয় দিবসে হোমিওপ্যাথি সমাজের প্রতিনিধি হয়ে পুষ্পস্তবক প্রদান, রেলী ও আলোচনা সভায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করি। আর ভূয়া হোমিও ডাঃ দের নিয়ে সেমিনার করার বিষয় ভূয়া সনদ বিক্রি করে দেশের টাকা বিদেশে পাচার করার বিরুদ্ধে প্রতিবাদ করি অনলাইনে প্রশিক্ষণ ক্লাস নামে ভূয়া সনদ দিয়ে হাজার হাজার টাকা নিয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করি।উক্ত কর্মকান্ডের মাধ্যমে আমি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও দেশের সকল হোমিও চিকিৎসকদের নিকট পরিচিতি লাভ করি এবং বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় প্যানেলচেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক তালুকদার আমার কর্মকান্ডে খুশি হয়ে আমাকে হোমিও পেশাজীবি (সমিতি) হোপেস বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম তথা চট্টগ্রাম বিভাগের সভাপতি পদে ভূষিত করেন।এতে হাকিম এ কে এম ফজলুল হক আমার সাংগঠনিক পদোন্নতি হওয়াতে এবং আমার তৃণমূল পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে আন্দোলন করাকে তিনি স্বাভাবিক ভাবে মেনে নিতে না পেরে অতিশয় ঈর্ষান্বিত ও রাগান্বিত হয়ে আমাকে বিভিন্ন ভাবে থামাতে চেষ্টা করেন।কই আমি তো একক স্বার্থের কথা বিবেচনা করে আন্দোলন করছি না?তাহলে কেন তিনি প্রতিনিয়ত আমাকে দমানোর চেষ্টা অব্যহত রেখেছেন? কেনই বা আমার নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে বিভিন্ন জনের মাধ্যমে খারাপ কমেন্ট আর মুঠোফোনে বলে তুর গুরু কে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন?কোন স্বার্থে? আপনাদের বরাবর প্রশ্নগুলো পেশ করলাম।অথচ আমি একজন বোর সদস্য হিসেবে উনাকে প্রতিনিয়ত সম্মান করে গেছি।সর্বশেষ গত ১৬/০১/২০২৩ ইং তারিখ দুপুর ১২টা ১২ মিনিটে তিনি তাহার ব্যবহৃত মোবাইল নাম্বার 01839233799 থেকে কল করে আমাকে তুই তুকারি করে যাচ্ছে – তাই বলে অপমান করেন এবং আমাকে থানায় দিয়ে দিবে (মিথ্যা মামলায় ফাঁসাবে?),ডাক্তারী করতে নিষেধ করে এবং আমাকে দেখে নেবে মর্মে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে এবং আমাকে তাঁহার কল রেকর্ড করতে বলে। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের উত্তরোত্তর সমৃদ্ধির কথা বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।
নিবেদক, ডাক্তার মোহাম্মদ হেলাল হেলাল উদ্দিন শেখ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব এবং সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আল মক্কা হোমিও হল পেকুয়া চৌমুহনী, পেকুয়া, কক্সবাজার।
মোবাইল নাম্বার 01821781028