ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যাই যে, ১৭ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক ৯:০০- ১১:০০ ঘটিকার মধ্যে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান হেরোইন এবং ইয়াবা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের নায়েব সুবেদার ধীরেন্দ্রনাথ সরকার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের জামতলা ঘাট নামক স্থানে মাঠের ভিতর পাট ক্ষেতে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ২২৩০ ঘটিকায় ০৩ জন চোরাকারবারী ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অতঃপর বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন ২ কেজি ভারতীয় হেরোইন এবং ৭,৫০০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয় বিজিবি টহল দল। আটককৃত মাদক শিবগঞ্জ থানায় জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।