ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
পবিত্র মাহে রমজান ও সিয়াম সাধনার মাস উপলক্ষে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশক্রমে অদ্য ১১ এপ্রিল ২০২৩ তারিখ ৫ : ০০ ঘটিকায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের ২৫০ জন গরীব দুঃস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক, মেজর খন্দকার শাহরিয়ার আলম, সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন, ইউনিটের সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।