মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
দেশের সমস্ত অফিসে সকল উচ্চপদস্থ কর্মকর্তাগণ তাহাদের ক্ষমতার জোরে যখন দুর্নীতিতে জড়িয়ে যান, তখন সাংবাদিকরা যখন তাহার সকল দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন ,তখন দোষী সেই কর্মকর্তা ওই সাংবাদিকের প্রতিপক্ষ কিছু সাংবাদিক নিয়ে বৈঠক করেন। বলেন ,আপনারা যদি ওই সাংবাদিকের বিরুদ্ধে আপনাদের পত্রিকা বা চ্যানেল গুলোতে লেখালেখি করেন তাহলে আমার পক্ষ থেকে সকল সুবিধাই আপনারা পাবেন।
তখন ওই সাংবাদিকরা মনে করেন , আমরা যদি এই কর্মকর্তার কথা মত চলি তাহলে আমারা হয়তোবা আমরা সকল ধরনের সুযোগ সুবিধা ওই কর্মকর্তার নিকট থেকে পেয়ে যাব। উনি কি করলেন যে প্রকৃত সাংবাদিক, যে নাকি উচ্চপদস্থ কর্মকর্তার সকল ধরনের দুর্নীতির তথ্য তুলে ধরলেন তার বিরুদ্ধে, নামে বেনামে ফেক আইডি খুলে লেখালেখি শুরু করেন।
এছাড়াও, দেশে প্রত্যেকটি জেলা উপজেলা গুলোতে উক্ত এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতা বা কর্মীগণ চাঁদাবাজি, লুণ্ঠন ,বিচারের নামে ঘুষ গ্রহণ, ভুক্তভোগী ব্যক্তিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে ,অন্যকারী কে জিতিয়ে দেওয়া, অন্যের জমি জোর করে দখল, বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় হুমকি ইত্যাদি দিয়ে আর্থিক সুবিধা নিয়ে থাকেন।
এই গুলোর বিরুদ্ধে যখন কোন সাংবাদিক তাহার পত্রিকা বা চ্যানেলে সংবাদ লিখে প্রকাশ করেন উক্ত নেতা কর্মীগণ উক্ত সাংবাদিকের নামে মামলা এবং কি জীবননাশের হুমকি দিয়ে থাকেন এবং কি শারীরিকভাবে নির্যাতন এবং লাঞ্ছিত করে থাকেন।
সকল সাংবাদিক এক হয়ে সমাজের সকল তথ্য হোক সেটা ন্যায় বা অন্যায় সকল সাংবাদিকগণ তাহার নিজস্ব পত্রিকা বা চ্যানেলে লিখে বা বলে যদি প্রকাশ করা হয় এবং সকল সাংবাদিক এক হয়ে নিজ পেশার মূল্যায়ন করে একসাথে এক হয়ে কাজ করেন ,তাহলেই অন্যায়কে প্রতিহত করা সম্ভব হবে এবং অপরাধীগণ অপরাধ করে পার পাবেন না তাদের অপরাধের সাজা অবশ্যই হবে ।
আরেকটি কথা হল সরকারি আমলারাতো আজকে আছে কালকে থাকবেন না এবং যারা দুর্নীতিবাজ নেতাকর্মী তাদের দিনও পরিবর্তন হবে ক্ষমতায় চিরকাল থাকতে পারবে না, তাহলে আপনি একজন সাংবাদিক হয়ে কেন শুধু শুধু আপনি অন্য সাংবাদিকের বিরুদ্ধে লিখবেন , যখনই আপনি কোন অন্যায়কারী হোক সে কোন অফিসের কর্মকর্তা এবং রাজনীতিবিদ আপনি সাংবাদিক হয়ে যখন অন্যায়কারী কোন উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনীতিবিদদের পক্ষে লিখবেন এবং অন্যায়ের পক্ষ নিবেন সরকারি আমলারা এবং রাজনীতিবিদগণ ব্যাপক খুশি হবেন. তাহারা তখন মনে করেন সাংবাদিকদের পরিবারের মধ্যে গৃহযুদ্ধ শুরু করে দিয়েছি।
সেজন্য সকল সাংবাদিকগণ এক হয়ে সত্যকে হ্যাঁ এবং অন্যায়কে না লিখে পত্রিকা বা চ্যানেলে প্রকাশ করলেই সাংবাদিকের যথাযথ মান বজায় থাকবে এবং অপরাধীগণ তাদের অপরাধের জন্য শাস্তি পাবে সাংবাদিক পেশার যথাযথ মান এবং সাংবাদিকদের মান বজায় থাকবে ।
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২