নজরুল ইসলাম,গাজীপুর।
গাজীপুরের হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুডস লিমিটেড (খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার শ্রমিকেরা দুই মাসের বকয়ো বেতনের দাবিতে কর্ম বিরতি ঘোষণা করেছে।
তিন শীফটে খাদ্য উৎপাদনকারী এই কারখানায় প্রায় চার'শ শ্রমিক কাজ করে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার অভ্যন্তরে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করে বলেন,ঈদের পূর্বেও শ্রমিকরা ঈদ বোনাস এবং বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অনুরোধ করে বিক্ষোভ করে।তখন শিল্প পুলিশ জয়দেবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের কে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়।কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদেরকে ঈদ বোনাস দিলেও বকেয়া বেতন দিতে ব্যর্থ হয়। আর তাই আজকে শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত কাজ না করার সিদ্ধান্ত কারখানা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে অবস্থান করে।
আন্দালনরত শ্রমিকেরা বলেন, প্রতি বছরই ঈদের সময় বোনাস এবং মাসিক বেতনের সময় এলে মালিক ও কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমাদের বেতন বোনাস নিয়ে এরকম টালবাহানা করে থাকে।বিভিন্ন সময় বকেয়া বেতন ও সকল পাওনা পরিশোধের আশ্বাস দিলোও কোন সময় সঠিকভাবে তারা তা পূরণ করেনা।ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনো বকেয়া রয়েছে।
এর আগে থানা, শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর আশ্বাসে আমরা আন্দোলন থেকে সরে এসেছিলাম। তারা আমাদেরকে বোনাস দিলেও পরবর্তীতে বকেয়া বেতন আর দেয়নি। এ মুহুর্তে সকল শ্রমিক কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছি। বকেয়া পাওনা না দিলে আমরা খারখানায় কোন কাজ করবো না।
বকেয়া বেতন পরিশোধের বিষয়ে ফুয়াং ফুডস লিঃ কারখানার কর্তৃপক্ষের বক্তব্য নিতে চাইলেও কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২