, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙ্গায় শালিসের সময়ে হামলা, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা! দৈনিক “স্বাধীন ভাষা” পত্রিকায় নতুন সম্পাদনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করলেন ভাঙ্গায় একটি বহুতল ভবনের ৫ পাঁচতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু ঈশ্বরদীতে হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে বর্ষীয়ান বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তারের দাফন সম্পন্ন তানোরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে পাট চাষে উদ্বুব্ধ করতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ  তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা  তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও নগদ অর্থ বিতরণ আগামী দিনে দেশ ও দেশের জনগণ যেমন সরকার প্রত্যাশা করেন নওগাঁর বদলগাছীতে কৃষকদের সোনালী স্বপ্ন মাঠ জুড়ে -প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনে ভরবে কৃষকদের শূন্য গোলা

গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও নির্বাহী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি-

সত্য ও শোষিতের পক্ষে স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘গাজীপুর সাংবাদিক পরিষদ’-এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল ও নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার, (২৩ মার্চ) গাজীপুর সদর উপজেলার সাহেববাড়ি রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল শেষে সংগঠনের গুরুত্বপূর্ণ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। তিনি বলেন,
‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও ব্রত। সত্যের পক্ষে অবিচল থেকে অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে বিপন্ন মানুষ, দেশ ও বিবেকের প্রতি দায়বদ্ধ থেকে। গাজীপুর সাংবাদিক পরিষদ সেই দর্শন ও আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে, এটা আশাজাগানিয়া বার্তা।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের বুদ্ধিবৃত্তিক লড়াই ও লেখনীর ভেতর স্পষ্টভাবে উঠে আসে মানুষ ও কালের মুখচ্ছবি। যা কিছু সত্য ও সুন্দর,এবং শোষিতের বিরুদ্ধে যে অকপট প্রকাশ সে সত্যই প্রতিফলিত হয় এ প্ল্যাটফরমে। তাই সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। প্রত্যেককেই হয়ে উঠতে হবে আতাউস সামাদ, মোনাজাতউদ্দিন ও মিনার মাহমুদ। সত্য প্রকাশে ভয় পেলে চলবে না। মানসিক দৃঢ়তা নিয়ে মানুষ, দেশ ও সভ্যতার জন্য কাজ করে যেতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন, উপদেষ্টা আলমগীর হোসেন খান, নির্বাহী সদস্য ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী, কলামিস্ট সাঈদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সবাই সাংবাদিকদের অধিকার, চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন এবং গাজীপুর সাংবাদিক পরিষদের ভূমিকার প্রশংসা করেন।

ইফতার মাহফিল শেষে সংগঠনের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ভাঙ্গায় শালিসের সময়ে হামলা, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা!

গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও নির্বাহী সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

গাজীপুর প্রতিনিধি-

সত্য ও শোষিতের পক্ষে স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘গাজীপুর সাংবাদিক পরিষদ’-এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল ও নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার, (২৩ মার্চ) গাজীপুর সদর উপজেলার সাহেববাড়ি রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল শেষে সংগঠনের গুরুত্বপূর্ণ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। তিনি বলেন,
‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও ব্রত। সত্যের পক্ষে অবিচল থেকে অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে বিপন্ন মানুষ, দেশ ও বিবেকের প্রতি দায়বদ্ধ থেকে। গাজীপুর সাংবাদিক পরিষদ সেই দর্শন ও আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে, এটা আশাজাগানিয়া বার্তা।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের বুদ্ধিবৃত্তিক লড়াই ও লেখনীর ভেতর স্পষ্টভাবে উঠে আসে মানুষ ও কালের মুখচ্ছবি। যা কিছু সত্য ও সুন্দর,এবং শোষিতের বিরুদ্ধে যে অকপট প্রকাশ সে সত্যই প্রতিফলিত হয় এ প্ল্যাটফরমে। তাই সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। প্রত্যেককেই হয়ে উঠতে হবে আতাউস সামাদ, মোনাজাতউদ্দিন ও মিনার মাহমুদ। সত্য প্রকাশে ভয় পেলে চলবে না। মানসিক দৃঢ়তা নিয়ে মানুষ, দেশ ও সভ্যতার জন্য কাজ করে যেতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন, উপদেষ্টা আলমগীর হোসেন খান, নির্বাহী সদস্য ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী, কলামিস্ট সাঈদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সবাই সাংবাদিকদের অধিকার, চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন এবং গাজীপুর সাংবাদিক পরিষদের ভূমিকার প্রশংসা করেন।

ইফতার মাহফিল শেষে সংগঠনের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।