
বিশেষ প্রতিনিধি:
অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি নোয়া (NOAH) মাইক্রোবাসও জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (নি:) মো. হারুন-অর-রশীদ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, আটক মো. মোস্তাক আহমেদ (২৩) ও মো. মিলন হোসেন (৩৪) নওগাঁ জেলার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১০ প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে জড়িত। আটক মাইক্রোবাসটির নিবন্ধন নম্বর ৭K-0618494 ও চেসিস নম্বর KR42-5022435।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জব্দ করা গাড়ি, মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে ওসি আব্দুল হালিম জানান।
০৫.০৫.২০২৫
শাহান সাহাবুদ্দিন