তানোর মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৪

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

“২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ।নও একটি স্মৃতি চিহ্ন,তুমি লাখো শহীদের রক্তের প্রতিক”রাজশাহী তানোর চাপড়া মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অধ্যক্ষ ও সকল বিভাগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।এবং
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।এরপর মহান স্বাধীনতা যুদ্ধের উপর বিশেষ আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ।আলোচনা সভায় উপস্থিত ছিলেন তানোর মহিলা কলেজের সভাপতি সেলিম উদ্দিন কবিরাজ,সহকারী অধ্যক্ষ মোর্শেদ আলী,অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মুনসেফ আলী।সহকারী অধ্যাপক সোহেল রানা,সহ উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক,কর্মকর্তা/কর্মচারি এবং ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।আলোচনা অনুষ্ঠানে অনুকূল কুমার ঘোষ বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।তিনি এসময় বলেন,দীর্ঘ সংগ্রাম শেষে মুক্তিকামী বাঙালি জাতিতার স্বাধীনতা অর্জনকরেছেন।এই অর্জনের পেছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি এ জাতি চিরকৃতজ্ঞ।আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে যুগ যুগ।আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিতার কামানায় দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।