ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে—আবুল বাশার

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

এস,এম,রুহুল তাড়াশী,স্টাফ রিপোর্টার:-

ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে — আবুল বাশার।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে ভোটারদের মধ্যে নানা আলোচনা।এর মধ্যে আলোচনায় রয়েছেন উপজেলা পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতি সন্তান কুয়েতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মো: আবুল বাশার।একজন সজ্জন ব্যক্তি হিসেবে তিনি বিশেষ ভাবে পরিচিত।তার কর্মী এবং সমর্থকরা জানান, ধর্মপাশা উপলজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী আবুল বাশার। এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিতি। সেই লক্ষ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন আদর্শবান এই নেতা।দীর্ঘদিন যাবত এলাকায় সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি।এছাড়া আচরণগত ভদ্রতা ও নম্রতার কারণে তিনি সব শ্রেণি পেশার মানুষের কাছে সমান জনপ্রিয়।বিপদে পাশে থাকা,আর্থিক ও সামগ্রিক সহযোগিতা করার কারণে যুব সমাজের কাছেও প্রিয় মুখ তিনি।এলাকার মানুষ তাকে অকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন।আমরা বিশ্বাস করি আগামীনির্বাচনে উপজেলা বাসীতাকে ভোটদিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুয়েতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মো: আবুল বাশার বলেন,সবার সুখে দুখে আমি সব সময় পাশে ছিলাম।এলাকাবাসী আমার সাহস, শক্তি আর তারাই আমাকে উৎসাহ দিচ্ছেন নির্বাচন করতে ।তাই আমি সবার চাওয়া পূরণ করতেই নির্বাচনে প্রার্থী হতে চাই।এবং আমি নির্বাচিত হলে ধর্মপাশা উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা পরিষদ হিসেবে রূপান্তরে আমি কাজ করে যাবো।আবুল বাশার একান্ত কর্মী মোঃহাকিম জানান,আবুল বাশার একজন সৎ মানুষ তিনি দিন -রাত রাত-দিন এলাকার জনগনের জন্য কাজ করে যাচ্ছে,জনগন মধ্যে নতুনের আমেজ বইতে চলছে, এলাকার জনগন এবারের নির্বাচনে তাকে সবাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।