, রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত বর্তমান বাংলাদেশে সঠিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে: প্রেস সচিব তানোরে বিআরডিবি মাঠকর্মীর টাকা চুরি! নতুন দিগন্তে ‘দৈনিক স্বাধীন ভাষা’: নেতৃত্বে অভিজ্ঞতার পরশ সিরাজগঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার তানোরে হঠাৎ শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন : সভাপতি-এম আই ফারুক, সাধারণ সম্পাদক-মাওলানা দেলোয়ার। ভাঙ্গায়  ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার  তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রের  মৃত্যু  শ্রমিকের ন্যায্য অধিকার ও গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে- শ্রমিক দিবসে শহীদুল ইসলাম বাবুল আওয়ামী লীগ এদেশের ব্যাংক গুলো লুট করে খেয়েছে মোংলায় কৃষিবিদ শামীম।

পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

গত কাল রোজ শুক্রবার ২ মে ২০২৫ ইং সকল ৮ থেকে পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেচ্ছসেবকরা দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত।

পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Patenga Welfare Foundation(PWF) এর ব্যবস্থাপনায় এবং ‘bin ghalib Group of Companies’ এর অর্থায়নে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন এ মানবিক সংগঠনটি।

আর্থিক ভাবে অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ করা হয়।এলাকার আশ পাশে যে সকল অসহায় দিন মজুর,রিকশা চালাক, গরিব খেটে খাওয়া মানুষের মাঝে সংকটময় অল্প আয়ের পরিবারে খাদ্য-পন্য বিতরণের সহযোগীতায় একালার সকলের মুখে হাসি আনন্দ প্রকাশ করে বলেন। তাদের খাদ্য -পণ্য গুলো প্রতি বছর এলাকার ( পি ডাব্লিউ এফ ) সংযোগীতায় স্বেচ্ছাসেবকদের মধ্যে খাদ্য-পণ্য বিতরণ করে থাকে। শান্তি শৃংখলা বজায় রেখে প্রত্যেকটা পরিবারে মাঝে সে সব খাদ্য – পণ্য বন্টন করেন। সে সাথে সার্বিক অর্থায়নে ‘bin ghalib Group of Companies’ পরিদর্শন করে কার্যক্রম টি সম্পন্ন করেন।

‘bin ghalib Group of Companies’ এর নির্দেশনা অনুযায়ী পতেঙ্গা ও ফটিকছড়ি, হাটহাজারী এবং বোয়ালীয়ার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনসহ প্রায় ২,৮০০ পরিবারের মাঝে এ’খাদ্য-পণ্য’ বিতরণ করে।

উক্ত কার্যক্রমে সংগঠনের সভাপতি- নেজাম উদ্দীন, সিঃ সহ-সভাপতি- মুরাদ বেগ, সহ-সভাপতি- ইসতিয়াক হোসেন, সিঃ সহ-সভাপতি- দিদারুল আলম, সাধারণ সম্পাদক- শাহ্ আরমান, অর্থ সম্পাদক- রেজাউল করিম, যুগ্ম সম্পাদক- ইফতেখার আলম, নির্বাহী সদস্য- আনসার বেগ, আব্দুস সবুর সহ প্রমুখ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনসমূহঃ- Human Aid Patenga, শান্তি সংঘ সহ যে সমস্ত বন্ধু প্রতীম সংগঠন সমুহ তালিকা তৈরিতে সহযোগিতা করেন বলে জানায়। এ সংস্থা নিজ নিজ দায়িত্ব নির্দেশনায় বিতরণী কাজ সুন্দর ভাবে সম্পন্ন করে।

এ সহযোগী সংগঠনের বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়ে উক্ত কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক অবদান রাখেন। পতেঙ্গা ওয়েল ফেয়ার ফান্ডেশনের জনাব আজম বেগ। এ একালার সকলে মাঝে প্রশংসায় প্রশংসিত তিনি ।আজম বেগ জানান আমার এলাকা ও আাশে পাশে অসহায়ের মাঝে খাদ্য পণ্য বিতরনে খুবই ভালো লাগছে কিন্তু আগামীতে আরো বাড়ানো চেষ্টা।

অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ আমার কাছে ভালো লাগে তাই প্রতি বছর ন্যায় এবার বিতরণের কাজ টি সম্পন্ন করতে পেরে। আল্লাহ পাকের নিকট শুকিয়া আদায় করছি। যারা সেচ্ছায় সেচ্ছায় সেচ্ছসেবক কাজে সহযোগিতা করছেন তাদের আন্তরিক অভিনন্দন জানায়।

জনপ্রিয়

পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত

পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে

 

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

গত কাল রোজ শুক্রবার ২ মে ২০২৫ ইং সকল ৮ থেকে পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেচ্ছসেবকরা দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত।

পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Patenga Welfare Foundation(PWF) এর ব্যবস্থাপনায় এবং ‘bin ghalib Group of Companies’ এর অর্থায়নে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন এ মানবিক সংগঠনটি।

আর্থিক ভাবে অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ করা হয়।এলাকার আশ পাশে যে সকল অসহায় দিন মজুর,রিকশা চালাক, গরিব খেটে খাওয়া মানুষের মাঝে সংকটময় অল্প আয়ের পরিবারে খাদ্য-পন্য বিতরণের সহযোগীতায় একালার সকলের মুখে হাসি আনন্দ প্রকাশ করে বলেন। তাদের খাদ্য -পণ্য গুলো প্রতি বছর এলাকার ( পি ডাব্লিউ এফ ) সংযোগীতায় স্বেচ্ছাসেবকদের মধ্যে খাদ্য-পণ্য বিতরণ করে থাকে। শান্তি শৃংখলা বজায় রেখে প্রত্যেকটা পরিবারে মাঝে সে সব খাদ্য – পণ্য বন্টন করেন। সে সাথে সার্বিক অর্থায়নে ‘bin ghalib Group of Companies’ পরিদর্শন করে কার্যক্রম টি সম্পন্ন করেন।

‘bin ghalib Group of Companies’ এর নির্দেশনা অনুযায়ী পতেঙ্গা ও ফটিকছড়ি, হাটহাজারী এবং বোয়ালীয়ার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনসহ প্রায় ২,৮০০ পরিবারের মাঝে এ’খাদ্য-পণ্য’ বিতরণ করে।

উক্ত কার্যক্রমে সংগঠনের সভাপতি- নেজাম উদ্দীন, সিঃ সহ-সভাপতি- মুরাদ বেগ, সহ-সভাপতি- ইসতিয়াক হোসেন, সিঃ সহ-সভাপতি- দিদারুল আলম, সাধারণ সম্পাদক- শাহ্ আরমান, অর্থ সম্পাদক- রেজাউল করিম, যুগ্ম সম্পাদক- ইফতেখার আলম, নির্বাহী সদস্য- আনসার বেগ, আব্দুস সবুর সহ প্রমুখ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনসমূহঃ- Human Aid Patenga, শান্তি সংঘ সহ যে সমস্ত বন্ধু প্রতীম সংগঠন সমুহ তালিকা তৈরিতে সহযোগিতা করেন বলে জানায়। এ সংস্থা নিজ নিজ দায়িত্ব নির্দেশনায় বিতরণী কাজ সুন্দর ভাবে সম্পন্ন করে।

এ সহযোগী সংগঠনের বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়ে উক্ত কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক অবদান রাখেন। পতেঙ্গা ওয়েল ফেয়ার ফান্ডেশনের জনাব আজম বেগ। এ একালার সকলে মাঝে প্রশংসায় প্রশংসিত তিনি ।আজম বেগ জানান আমার এলাকা ও আাশে পাশে অসহায়ের মাঝে খাদ্য পণ্য বিতরনে খুবই ভালো লাগছে কিন্তু আগামীতে আরো বাড়ানো চেষ্টা।

অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ আমার কাছে ভালো লাগে তাই প্রতি বছর ন্যায় এবার বিতরণের কাজ টি সম্পন্ন করতে পেরে। আল্লাহ পাকের নিকট শুকিয়া আদায় করছি। যারা সেচ্ছায় সেচ্ছায় সেচ্ছসেবক কাজে সহযোগিতা করছেন তাদের আন্তরিক অভিনন্দন জানায়।