বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত।

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে।সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হোল রুমে নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার ভূমি আতিয়া খাতুন এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফএফ,উপজেলা আওয়ামীলীগের
যুম্ম সাধারন সম্পাদক গোলাম সাকলাইন সুবেল।
বক্তৃতারা ২৫ মার্চে অপারেশন সার্চ লাইটের নামে ভয়াবহ অগ্নি সংযোগ,নির্বিচারে নির্মম গণহত্যা সহ মা বোনদের উপর যে অনাচার হয়েছে তা তুলে ধরেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মইনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ সহ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, যুবউন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির। ২৫মার্চ রাতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।