
আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ টি কেন্দ্রে মোট ২১৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণে সুন্দর, সুষ্ঠু পরিবেশে এস এস সি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা ১ম পাঠ পরিক্ষা সকাল ১০ টায় আরম্ভ হয় এবং দুপুর ১টায় শেষ হয়।
১১৭৭জন ছাত্র এবং ৯৬২ জন ছাত্রীর অংশগ্রহণ করার কথা থাকলেও ৪ টি কেন্দ্রের ২১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন অনুপস্থিত।
এবিষয়ে কেন্দ্র সচিব মাসুদ রানা ও মোজাফফর হোসেন বলেন,সুন্দর ও সুষ্ঠু ভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন,পরিক্ষার পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বলেন,আমি সব কেন্দ্র পরিদর্শন শেষে যেটা দেখেছি কোথাও কোন কমতি নেই। সর্বপরি আমি সন্তোষ প্রকাশ করছি। আশা করি এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।